কলকাতা: শীতে কাঁপছে শহর কলকাতা। সঙ্গে গোটা রাজ্য।
বুধবার রাতে মালদাতে শীতে মৃত্যু হয়েছে ৮ জনের। বৃহস্পতিবার মারা গেছেন ৩জন।
আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, কলকাতায় তাপমাত্রার পারদ ১০.৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
এদিন সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হওয়ায় সূর্যের আলো কম এসে পৌঁছচ্ছে পৃথিবীতে। তাপমাত্রার পারদ নামছে দ্রুত। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৮% সেলসিয়াস।
এদিকে রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরা ফেরা করছে। ৫টি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান ও হাওড়ার প্রশাসনকে সতর্ক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘন্টা, ডিসেম্বর ২২, ২০১১