ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় শীতলতম দিন, পশ্চিমবঙ্গে ১১ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১১
কলকাতায় শীতলতম দিন, পশ্চিমবঙ্গে ১১ জনের মৃত্যু

কলকাতা: শীতে কাঁপছে শহর কলকাতা। সঙ্গে গোটা রাজ্য।

বৃহস্পতিবার বছরের সবচেয়ে ছোটদিন। দক্ষিণায়ন। বছরের সবচেয়ে শীতলতম দিনও বটে।

বুধবার রাতে মালদাতে শীতে মৃত্যু হয়েছে ৮ জনের। বৃহস্পতিবার মারা গেছেন ৩জন।


আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, কলকাতায় তাপমাত্রার পারদ ১০.৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

এদিন সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হওয়ায় সূর্যের আলো কম এসে পৌঁছচ্ছে পৃথিবীতে। তাপমাত্রার পারদ নামছে দ্রুত। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৮% সেলসিয়াস।

এদিকে রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরা ফেরা করছে। ৫টি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান ও হাওড়ার প্রশাসনকে সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘন্টা, ডিসেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।