কলকাতা: কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে শুরু হয়েছে ঐতিহ্যবাহী পৌষমেলা।
বৃহস্পতিবার রাতে বৈতালিক গানের মধ্যে দিয়েই চিরাচরিত প্রথায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
কনকনে ঠাণ্ডাকে উপেক্ষা করে, শুক্রবার সকালে সেখানেই হয় উপাসনা। উপাসনায় ছিলেন বিশ্বভারতীর উপচার্য, আশ্রমিক, ছাত্রছাত্রী এবং পর্যটকরা।
এবারও মেলা বসেছে পূর্বপল্লী জাতীয় সংহতি কেন্দ্র সংলগ্ন মাঠে। মেলায় রয়েছে মোট ১ হাজার ২ শ’ ৫০টি স্টল। নিরাপত্তার জন্য বসানো হয়েছে ৭টি সিসিটিভি এবং ৩টি ওয়াচ টাওয়ার।
পৌষমেলা উপলক্ষে ইতিমধ্যেই শান্তিনিকেতনে পর্যটকদের ঢল নেমেছে। আগামী দুদিনে তা আরো বাড়বে বলেই মনে করছে বীরভূমের জেলা প্রশাসন।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘন্টা, ডিসেম্বর ২৩, ২০১১