ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে রাজ্য বিধানসভায় ওয়াকআউট বামফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১১

কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধী বামফ্রন্টের উদ্দেশ্য মন্তব্যকে কেন্দ্র করে শুক্রবার উত্তাল হয়ে ওঠল বিধানসভার অধিবেশন।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের চোলাই মদে বিষ ও নোদাখালিতে জলে বিষ মেশান নিয়ে সিপিএমের বিরুদ্ধে যে করেছেন তা প্রমাণ করতে হবে, নয়তো প্রত্যাহার করতে হবে বলে এদিন দাবি তোলেন বিরোধীদের।



এই দাবিতেই এদিন বিধানসভার অধিবেশনের শুরুতেই ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন বামফ্রন্টের বিধায়করা। স্পিকারের চেয়ার ঘিরে তারা বিক্ষোভ দেখান।

তাদের বক্তব্য, বিরোধীদের বলতে দিতে হবে। বৃহস্পতিবার তাদের বলার সুযোগও দেওয়া হয় নি। এছাড়া তারা সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্রের বক্তব্য বিধানসভায় পেশ করার দাবিও তোলেন।

এদিন বিরোধীরা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বিধানসভায় বিক্ষোভ দেখান। বিরোধীদল বিধানসভা মুলতবির দাবি জানান স্পিকারের কাছে।

তাদের দাবি না মানায় ওয়াক আউট করেন বিরোধীরা।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘন্টা, ডিসেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।