কলকাতা : পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে আলোচনার জন্য শুক্রবার বিভিন্ন জেলার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
টাউন হলে অনুষ্ঠিত এই বৈঠকে সব জেলার জেলাশাসক, পুলিশ সুপারদের পাশাপাশি রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী, রাজ্যের মুখ্যসচিব ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, ‘বৈঠকে রাজ্যের উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আধিকারিকদের কাছ থেকে জেলাগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানার পাশাপাশি সরকারের নীতিও উল্লেখ করে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ’
তিনি আরো বলেন, রাজ্যজুড়ে রাস্তাঘাটগুলো উন্নয়নের জন্য স্টেট হাইওয়ে অথোরিটি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া এই বৈঠকেই সরকারি সহযোগীতায় ‘নিজ ভূমে নিজ গৃহ’ তৈরির পরিকল্পনা নেওয়া হয়। রাজ্যজুড়ে আগামী ৪ বছরে ৬ লাখ গৃহ নির্মাণের লক্ষমাত্রা রাখা হয়েছে।
বৈঠক সুত্রে জানা গেছে, এই বৈঠকে জেলায় জেলায় বিপর্যয় ম্যানেজমেন্ট গ্রুপ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। চোলাই মদবিরোধী অভিযান চালানোর পাশাপাশি গরিব চোলাই বিক্রেতাদের জন্য পুনর্বাসনের ভাবনাও ব্যক্ত করা হয়।
ভারতীয় সময় : ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১১