কলকাতা: খুব শিঘ্রই ভারতে উচ্চশিক্ষার সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন। শনিবার কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৫৬তম সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করার পর এই মন্তব্য করেন রাজ্যপাল।
এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল এম কে নারায়ণন। তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও চিত্রশিল্পী গনেশ পাইনের হাতে সান্মানিক ‘ডিলিট’ উপাধি তুলে দেন।
এদিন তিনি বলেন, ‘দেশে উচ্চশিক্ষার হাল ভালো নয়। হাল ফেরাতে সংস্কার দরকার। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে আরও উদ্যোগী হতে হবে। ’
তিনি আরও বলেন, ‘রাজ্যপালের পদ রাজনৈতিক নয়। রাজনীতির সঙ্গে রাজ্যপাল যুক্ত নন। ’
শিক্ষাকে রাজনীতিমুক্ত করা সম্ভব বলেও এদিন মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১১