ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গেরিলা দিয়ে শুরু হল আগরতলা চলচ্চিত্র উৎসব

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১১

আগরতলা (ত্রিপুরা) : শীতের আগরতলা নাড়িয়ে দিল বাংলাদেশের ছবি ‘গেরিলা’।

শনিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে ষোলতম আগরতলা চলচ্চিত্র উৎসব।

বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক নাসিরুদ্দিন ইউসুফের গেরিলা ছবি দিয়ে শুরু হয়েছে এই উৎসব।

চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

মুখ্যমন্ত্রী মানিক সরকার শনিবার সন্ধ্যায় নজরুল কলাক্ষেত্রের আনন্দ প্রেক্ষাগৃহে এই উৎসবের সূচনা করেন।

তিনি এই উপলক্ষে বলেন, ‘চলচ্চিত্র এক শক্তিশালী মাধ্যম। একে ইতিবাচকভাবে ব্যবহার করা উচিত। ’

নাসিরুদ্দিন ইউসুফ বলেন,  ‘ছবিটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, সেটি বড় কথা নয়। ছবিটি দর্শকদের ভালো লাগল কিনা সেটিই বড় কথা। ’

বাংলাদেশ সময়: ১২২১, ডিসেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।