কলকাতা: কনকনে শীত আর শীতবুড়ো সান্তাক্লজকে নিয়ে এখন বড়দিনের উৎসবের মেজাজে শহর কলকাতা।
শনিবার সন্ধ্যে থেকেই আলোয় ঝলমল করছে পার্কস্ট্রিট, বো-ব্যারাকসহ কলকাতার গোটা সাহেবপাড়া।
রোববার বড়দিনের সকালে শহরের বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সকাল থেকে কেক, প্যাস্ট্রির গন্ধে ম-ম করছে গলি থেকে রাজপথ। কলেজ স্ট্রিটে শুরু হয়েছে বিদেশী পাখির মেলা।
মেলার উদ্বোধন করেন কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি। বিধানসভা ভবনের লনে শুরু হয়েছে কলকাতা পৌরসভার উদ্যোগে ফুলমেলা।
মাদার টেরিজা’র হাউজে চলছে বিশেষ প্রার্থনাসভা।
সকাল থেকেই রাজপথ বদলে গিয়েছে জনপথে। কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমে পড়েছেন। তাদের কারো মাথায় সান্তা টুপি, কারো গায়ে আবার সান্তার পোশাক।
বিক্রি হচ্ছে ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ’র পুতুল, সান্তা টুপি। শনিবার রাত ১২টায় গির্জায় ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে কার্যত শুরু হয়ে গেছে উৎসবের।
কলকাতার দর্শনীয় স্থান ভিক্টোরিয়া, আলিপুর চিড়িয়ানা, যাদুঘর থেকে শুরু করে শপিংমলগুলোতেও এখন বেজায় ভিড়। সবাই বেরিয়ে পড়েছেন বড়দিনের ছুটি উপভোগ করতে সপরিবারে। জমিয়ে চলছে পিকনিক।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যবাসীকে জানিয়েছেন বড়দিনের শুভেচ্ছা।
একই সঙ্গে রোববার থেকে শুরু হয়েছে বর্ষ শেষের উৎসব। এ জন্য কলকাতা এবং রাজ্য পুলিশ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে। শহরের প্রাণকেন্দ্র পার্কস্ট্রিট ও ধর্মতলাকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। করা হয়েছে বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার।
সব মিলিয়ে উৎসবের উত্তাপে আনন্দের ওম নিচ্ছে শীতের কলকাতা।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘন্টা, ডিসেম্বর ২৫, ২০১১