কলকাতা: বড়দিনে রাজ্যবাসীকে ৮ হাজার কোটির রুপির প্রকল্প উপহার দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শনিবার রাতে রাজ্য জুড়ে স্বাস্থ্য প্রকল্প নিয়ে একগুচ্ছ উন্নয়নের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এদিন সাংবাদিকদের তিনি বলেন, রাজ্যের উন্নয়নের জন্য পরিকল্পনা কমিশন প্রায় ৮ হাজার কোটি রুপির প্রকল্পের অনুমোদন দিয়েছে। এই টাকা মূলত স্বাস্থ্য, জলসম্পদ ও সড়কের উন্নয়নের কাজে ব্যবহার করা হবে।
রাজ্যের উন্নয়ন প্রকল্পে একসঙ্গে এতো টাকা বরাদ্দের অনুমোদন এই প্রথমবার বলে তিনি জানান।
ইতিমধ্যে এই সমস্ত প্রকল্প বাবদ ৩০ শতাংশ টাকা পাওয়া গেছে এবং কাজ হওয়ার সঙ্গে সঙ্গে বাকি টাকা পাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে ৭টি জেলা স্বাস্থ্য হাসপাতাল গড়ে তোলা হবে। এগুলো হবে ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, আসানসোল, ঝাড়গ্রাম, বসিরহাট, রামপুহাট ও নন্দীগ্রামে। এছাড়া ১১টি জেলায় ২ হাজার কোটি টাকা খরচ করে বেশ কিছু সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হবে।
এর পাশাপাশি ৪০টি মাদার কেয়ার ইউনিট, মোবাইল মেডিক্যাল ভ্যান, মোবাইল মেডিক্যাল অ্যাম্বুলেন্সের কথা এদিন তিনি ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘন্টা, ডিসেম্বর ২৫, ২০১১