ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অনশনে ভারতের সমাজকর্মী আন্না হাজারে

সিনিয়র করেসপন্ডেনন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১
অনশনে ভারতের সমাজকর্মী আন্না হাজারে

মুম্বাই: ভারতের সংসদে লোকপাল বিল পেশ হতে চলার দিনই মঙ্গলবার আরও কঠোর লোকপাল বিলের দাবিতে মুম্বাইতে তিনদিনের জন্য অনশন কর্মসূচি শুরু করলেন আন্না হাজারে ও তার অনুগামীরা।

এই অনশন কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

অনশন কর্মসূচির মাঠে প্রায় দুই হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে।

এদিকে, সোমবার মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা এলাকায় মেট্রোপলিটান মুম্বাই পৌঁছান আন্না হাজারে। এদিন নিজের গ্রাম রালেগাঁও সিদ্ধি থেকে সড়ক পথে মুম্বাইয়ে পৌঁছন। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কিরণ বেদীসহ আন্না শিবিরে বহু সদস্য। এছাড়াও কয়েক হাজার সমর্থক এদিন আন্নাকে স্বাগত জানাতে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ভিড় জমায়।

মঙ্গলবার সকাল ১১টা থেকে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের এমএমআরডিএ ময়দানে শক্তিশালী লোকপাল বিলের সমর্থনে তিন দিনের অনশনে  বসেছেন ৭৪ বছর বয়সী আন্না হাজারে। এর আগে অবশ্য সকাল সাড়ে ৯টায় জুহুর গান্ধী মূর্তির পাদদেশে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।

আন্না বর্তমানে ভাইরাল ফিভারে ভুগছেন বলে জানা গিয়েছে। তার গায়ে ১০১ ডিগ্রি জ্বর রয়েছে। তবে চিকিৎসকদের বক্তব্য, এখন তিনি অনেকটাই সুস্থ।

আন্নার অনশন কর্মসূচি শুরুর দিনই লোকসভায় লোকপাল বিল নিয়ে আলাপ আলোচনা চলবে। বিজেপিসহ কয়েকটি বিরোধী দল বিলের কয়েকটি দিক নিয়ে সমালোচনা করলে বিল নিয়ে কঠোর মনোভাব নিয়েছে কংগ্রেস। আন্নার সব দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলে ইতিমধ্যেই কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে।

শক্তিশালী লোকপাল বিলের দাবিতে মঙ্গলবার থেকে শুরু হওয়া তিনদিনের অনশন শেষে আগামী ৩০ ডিসেম্বর আন্না শিবির সোনিয়া গান্ধীর বাড়ির সামনে ধর্ণায় বসবে বলে ঠিক হয়েছে। আর ১ জানুয়ারী থেকে আন্না অনুগামীরা এই ইস্যুতে জেল ভরো কর্মসূচির ডাক দিয়েছে।

মহারাষ্ট্র সরকার আন্নার অনশন মঞ্চ ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে দুই হাজার পুলিশ। এর মধ্যে পদমর্যাদায় ২০০ সাব-ইন্সপেক্টর রয়েছেন। এছাড়াও রাজ্য পুলিশের ৬ ব্যাটেলিয়ন রিজার্ভ ফোর্স, কুইক রেসপনসের তিনটি দল, দু’জনের বোমা স্কোয়াডের টিম। পাশাপাশি ময়দানে ছ’টি ইমার্জেন্সি গেট রাখা হয়েছে। এছাড়াও রয়েছে ১৬টি দমকল, ছ’টি মেটাল ডিটেক্টর ইউনিট, অ্যাম্বুলেন্স এবং ১২ জন চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।