ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জঙ্গলমহলে মাওবাদী-যৌথবাহিনীর ব্যাপক সংর্ঘষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১

কলকাতা: পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের অযোধ্যা পাহাড়ে মাওবাদী ও যৌথবাহিনীর মধ্যে ব্যাপক সংর্ঘষ শুরু হয়েছে।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে গোপন খবর পেয়ে অযোধ্যা পাহাড়ে অপারেশন চালায় যৌথবাহিনীর একটি বিশেষ দল।

এই সময় মাওবাদীরা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। বেশ কিছুক্ষণ উভয় পক্ষের গুলির লড়াই চলে।

এই ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি।

উল্লেখ্য, সোমবার মাও স্কোয়াড’র দুই সদস্য শঙ্কর সিং ও গোষ্ঠ কুমার যৌথ বাহিনীর হাতে ধরা পড়েন। তাদেরকে জেরা করে এদিন অযোধ্যা পাহাড়ে অপারেশন চালানো হয়।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘন্টা, ডিসেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।