ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের সংসদে পাস লোকপাল বিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১
ভারতের সংসদে পাস লোকপাল বিল

নয়াদিল্লি: ব্যাপক বাক-বিতান্ডার পর ভারতের লোকসভায় মঙ্গলবার রাত সাড়ে ১১টায় পাস হল লোকপাল বিল। ৩২১-৭১ ভোটের ব্যবধানে ১২টি সংশোধনী সহ বিলটি পাস হল এদিন।

কিন্তু প্রধান বিরোধী দল বিজেপি ও বামদলগুলির বিরোধীতায় বিলটি সাংবিধানিক মর্যাদা পেল না দুই তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায়।

বুধবার এই বিলটি পেশ হবে রাজ্যসভায়।

এদিন, লোকপালে লোকায়ুক্তের সংস্থান নিয়ে বিরোধী বেঞ্চ থেকে সরকারের বক্তব্যের প্রতিবাদ জানান বিজেপির সুষমা স্বরাজ। সরকারের পেশ করা লোকপাল বিল অসাংবিধানিক। এই বিল দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে অভিযোগ করেন তিনি। লোকসভার বিরোধী দলনেত্রী বলেন, লোকায়ুক্ত গঠনের ক্ষেত্রে কেন্দ্রের নির্দেশ মানতে রাজ্যকে বাধ্য করা যায় না।

বড়দনের ছুটির পর তিনদিন চলবে সংসদের অধিবেশন। লোকপাল বিল নিয়ে আলোচনার জন্য শীতকালীন অধিবেশনের মেয়াদ বাড়নো হয়েছে।

গত বৃহস্পতিবার সংসদে লোকপাল বিল পেশ করা হয়।

সরকারি বিলের প্রতিবাদে আজ থেকে অনশন শুরু করছেন আন্না হাজারে। তবে, লোকপাল বিল নিয়ে সংসদই যে শেষ কথা বলবে, ইতিমধ্যেই সেকথা স্পষ্ট করে দিয়েছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।

চলতি অধিবেশনে বিলটি পাশ করানোই এখন সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হুইপ জারি করে দলীয় সদস্যদের মঙ্গলবার থেকে তিনদিন সংসদে উপস্থিত থাকতে বলেছে কংগ্রেস। ইউপিএ জোটসঙ্গীদেরও অধিবেশনে হাজির থাকার কথা  বলা হয়েছে।

ভারতীয় সময়: ০০৪৬ ঘন্টা, ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।