ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ইন্দিরা ভবনের নাম পরিবর্তন, তীব্র প্রতিবাদ কংগ্রেসের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১১

কলকাতা: ইন্দিরা ভবনের নাম পরিবর্তনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে রাজ্যের শাসক জোটের অন্যতম শরিক কংগ্রেস।

বৃহস্পতিবার ইন্দিরা ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে না এলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতদিন পর্যন্ত যে যে ভিত্তিপ্রস্তর করেছেন তা ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছে কংগ্রেস নেতৃত্ব।



পাশাপাশি জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হবে বলেও জানিয়েছে কংগ্রেস।

এর প্রতিবাদে শুক্রবার কলকাতার জওহরলাল নেহেরু রোডে ইন্দিরা গান্ধীর মূর্তির সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে কংগ্রেস।

এদিন কংগ্রেসের তরফে সল্টলেকে ইন্দিরা ভবনের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হন প্রদেশ কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী।

সভায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেসের নেতা-নেত্রীরা। তারা ইন্দিরা ভবনের মূল প্রবেশ পথে ব্যানার লাগিয়ে প্রতিবাদ করেন।

অন্যদিকে মহাকরণে গিয়ে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদ সদস্যরা।

এদিন বিকেল তিনটে নাগাদ মহাকরণের সেন্ট্রাল গেটের সামনে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদ। ইন্দিরা ভবনের নাম পাল্টে নজরুল ভবন করার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন  তারা। বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিস।

উল্লেখ্য,, ১৯৭২ সালে সল্টলেকে কংগ্রেসের সর্বভারতীয় অধিবেশনের সময় এই ভবনটিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর থাকার ব্যবস্থা করা হয়।   তার মৃত্যুর পর সাবেক বামফ্রন্ট সরকার সরকারিভাবে এ ভবনের নামকরণ করে ‘ইন্দিরা ভবন’।

রাজ্য নগরোন্নয়ন মন্ত্রকের  অধীনে ওই ভবনটি অতিথিশালা হিসেবেই ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে প্রয়াত জননেতা জ্যোতি বসু ১৯৮৯ সাল থেকে ওই ভবনটিতে থাকতে শুরু করেন। জীবনের শেষ ২০ বছর ইন্দিরা ভবনেই তিনি ছিলেন।

তবে আগামী ৩১ ডিসেম্বরের পর ভবনটি ফিরিয়ে দেওয়া  হবে বলে সিপিএমের কাছ থেকে সম্প্রতি রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।