ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অনিশ্চিত লোকপাল বিল, অনির্দিষ্টকালের জন্য মুলতবি রাজ্যসভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১১

নয়াদিল্লি: দিনভর তুমুল হই হট্টগোলের মধ্যে বিতর্ক শেষের আগেই নজিরবিহীনভাবে মুলতবি হয়ে গেল রাজ্যসভার অধিবেশন।

বৃহস্পতিবার লোকপাল বিল নিয়ে বির্তকের মাঝেই ভোটাভুটি না করেই সংসদ মুলতবি হয়ে যায়।

এদিন রাত ১২টার সময় অনির্দিষ্টকালের জন্য রাজ্যসভার অধিবেশন মুলতবি করে দেন চেয়ারম্যান মহম্মদ হামিদ আনসারি।

আলোচনার মাঝে সমাজবাদী, আরজেডি সাংসদরা গণ্ডগোল করেন। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরই মধ্যে এক আরজেডি সাংসদ মন্ত্রী নারায়ণস্বামীর হাত থেকে নিয়ে বিলের কপি ছিড়ে ফেলেন।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মন্ত্রী পবন বনশাল বলেন, বিরোধীদের কারণে আলোচনা শেষ করা যায়নি। দিনভর রাজ্যসভায় ১৮৭টা সংশোধনী পেশ করা হয়।

তিনি আরও বলেন, সবকটা সংশোধনী বিবেচনার জন্য আরও সময় সরকার।

এরপরই বিরোধী শিবির তীব্র প্রতিবাদ জানায়। তুমুল হই হট্টগোলের মধ্যে অধিবেশন মুলতবি হয়ে যায়।

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।