নয়াদিল্লি: দিনভর তুমুল হই হট্টগোলের মধ্যে বিতর্ক শেষের আগেই নজিরবিহীনভাবে মুলতবি হয়ে গেল রাজ্যসভার অধিবেশন।
বৃহস্পতিবার লোকপাল বিল নিয়ে বির্তকের মাঝেই ভোটাভুটি না করেই সংসদ মুলতবি হয়ে যায়।
আলোচনার মাঝে সমাজবাদী, আরজেডি সাংসদরা গণ্ডগোল করেন। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরই মধ্যে এক আরজেডি সাংসদ মন্ত্রী নারায়ণস্বামীর হাত থেকে নিয়ে বিলের কপি ছিড়ে ফেলেন।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মন্ত্রী পবন বনশাল বলেন, বিরোধীদের কারণে আলোচনা শেষ করা যায়নি। দিনভর রাজ্যসভায় ১৮৭টা সংশোধনী পেশ করা হয়।
তিনি আরও বলেন, সবকটা সংশোধনী বিবেচনার জন্য আরও সময় সরকার।
এরপরই বিরোধী শিবির তীব্র প্রতিবাদ জানায়। তুমুল হই হট্টগোলের মধ্যে অধিবেশন মুলতবি হয়ে যায়।
বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১১