ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সাইক্লোন থানের প্রভাবে বর্ষশেষে কলকাতায় উধাও শীত

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১১
সাইক্লোন থানের প্রভাবে বর্ষশেষে কলকাতায় উধাও শীত

কলকাতা: বর্ষশেষের সপ্তাহে শীত উধাও। শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় পৌঁছাল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াসে।

স্বাভাবিকের থেকে যা চার ডিগ্রি বেশি। এখনই এই অবস্থা থেকে রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা দেখছে না আলিপুর আবহাওয়া দফতর।

নতুন বছরের প্রথম সপ্তাহের শেষ দিকে শীত আবার ফিরতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন ভোররাতে তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়েছে থানে। চেন্নাই শহরের কাছে নেল্লোর ও কুদ্দুলুরের মাঝখানে। এই রাজ্যের উত্তর উপকূলে আঘাত হেনেছে থানে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, এই সাইক্লোনের গতিবেগ ছিল ১৪০ কিলোমিটার। শুরু হয়েছে ব্যাপক বৃষ্টি। ভারতের পূর্ব উপকূলের ৯টি রাজ্যে সর্তকতা জারি করা হয়েছে। এ ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এর প্রভাবেই রাজ্যের প্রায় সব জেলায় আবহাওয়ার পরিবর্তন বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।