কলকাতা: সল্টলেকের ইন্দিরা ভবনের নাম পরিবর্তনের রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবারও মহাকরণের সামনে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের সদস্যরা।
এদিন, সকাল ১০টা নাগাদ একদল ছাত্র পরিষদ সদস্য মহাকরণের সামনে উপস্থিত হয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে থাকে।
এদিকে ইন্দিরা ভবনের নাম পরিবর্তন নিয়ে কংগ্রেস ও তাদের শাখা সংগঠনগুলোর মনোভাবের কঠোর সমালোচনা করেন তৃণমূল নেতা ও রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
এদিন মহাকরণে তিনি বলেন, কংগ্রেস ভোটের সময়ই শুধুমাত্র সংখ্যালঘুদের উন্নয়নের কথা বলে। কিন্তু পরে সব ভুলে যায়। বামফ্রন্টের শাসনে কবি নজরুল ইসলামের জন্য রাজ্যে কিছুই হয়নি। আজ তৃণমূল কংগ্রেসে সরকার ক্ষমতায় এসে নজরুলের বিষয়ে যখন কিছু করার চেষ্টা করছে, তখন কংগ্রেস তার বিরোধিতায় নামছে।
তিনি আরও বলেন, বামফ্রন্ট আমলে ইন্দিরা ভবনে সাবেক মুখ্যমন্ত্রী বসবাস করতেন। তখন সেই বাড়িতে ইন্দিরা গান্ধির সংগ্রহশালা গড়ে তোলার প্রস্তাব দেয়নি কংগ্রেস। আর আজ নজরুলের সংগ্রহশালা গড়ে তোলার সময়ই কংগ্রেস বাধা দিচ্ছে। এতে করে কংগ্রেস সিপিএমের হাত শক্ত করছে।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১১