কলকাতা: চোলাই মদের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে শুক্রবার কলকাতা শহরে পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিন কলকাতার কলেজ স্কয়ার থেকে এ পদযাত্রা শুরু হয়।
এ পদযাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্র ও রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী, বিধায়ক, কলকাতা পুরসভার মেয়র, কাউন্সিলর, বেশ কিছু অরাজনৈতিক বিশিষ্ট ব্যক্তি ও দলীয় নেতা নেত্রী ও সমর্থকরা অংশ নেন।
পদযাত্রা শেষে মুখ্যমন্ত্রী চোলাই মদ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আবেদন জানান।
তিনি বলেন, চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে যুক্ত মানুষদের অন্য পেশা খুঁজে নিতে হবে।
এদিকে এই পদযাত্রাকে কেন্দ্র করে মধ্য কলকাতার বিভিন্ন সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে কলেজ স্ট্রিট, বি বি গাঙ্গুলি স্ট্রিট, লেনিন সরণি, জওহরলাল নেহেরু রোড সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১১