কলকাতা : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ডিলিট নিতে আগরতলা যাচ্ছেন আর অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি আদৌও আসবেন কি-না তা নিয়ে শুরু হয়েছে জটিলতা।
ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছেন, ঠিক তখনই উল্টো চিত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে।
প্রতিবছরই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হয়। কিন্তু এবছর তার ব্যতিক্রম ঘটতে চলেছে। শেখ হাসিনার সম্মতির ওপরেই নির্ভর করছে কবে সমাবর্তন উৎসব হবে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুররঞ্জন দাস বাংলানিউজকে বলেছেন, ‘এখনও পর্যন্ত সমাবর্তন উৎসবের দিন ঠিক হয়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতর থেকে এখনও কিছু জানানো হয়নি। ’
অন্যদিকে রেজিস্ট্রার সমীর কুমার ব্যানার্জি বলেছেন, ‘তার সম্মতি পেতে আরও মাসখানেক সময় লাগবে। ’
সব মিলিয়ে এক জটিল পরিস্থিতি বিরাজ করছে এই সমাবর্তন ঘিরে। শেষ পর্যন্ত তিনি আসবেন কি-না তাই এখন বড় প্রশ্ন।
এদিকে ১১ জানুয়ারি বিকালে আগরতলায় আসছেন শেখ হাসিনা। সন্ধ্যায় তিনি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। ওই দিন রাতে তার সম্মানে রাজভবনে নৈশভোজে যোগ দেবেন। ১২ জানুয়ারি সকালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন অনুষ্ঠানে তিনি সম্মানসূচক ডিলিট গ্রহণ করবেন। দুপুরে আগরতলার আসাম রাইফেলসের ময়দানে তাকে নাগরিক সংবর্ধনা দেবে রাজ্য সরকার। এই দুদিনের সফরে তার সাথে থাকবেন ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১১