কলকাতা: কলকাতায় সল্টলেকের ইন্দিরা ভবনের নাম পরিবর্তনের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামার হুমকি দিল রাজ্য কংগ্রেস।
শনিবার রাজ্য কংগ্রেসের সদর দফতর কলকাতার বিধানভবনে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক শাকিল আহম্মেদের নেতৃত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, মুখ্যমন্ত্রীর কাছে ইন্দিরা ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হবে। মুখ্যমন্ত্রীকে মহাকরণে দাঁড়িয়ে অথবা প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তাদের দাবি না মানা হলে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যজুড়ে কংগ্রেস আন্দোলনে সামিল হবে বলে জানানো হয়।
ইন্দিরা ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছে রাজ্য কংগ্রেস। চিঠিতে দাবি করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর স্মৃতি রক্ষার্থেই ইন্দিরা ভবনটি ব্যবহার করতে হবে। সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুমকি চিঠিতে দিয়েছে কংগ্রেস।
উল্লেখ্য, সল্টলেকের ইন্দিরা ভবনের নাম বদল করে সেখানে নজরুল গবেষণা কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সিদ্ধান্তের প্রতিবাদেই আন্দোলনে নেমেছে কংগ্রেস।
বাংলাদেশ সময়: ২১২১ ঘন্টা, ডিসেম্বর ৩১, ২০১১