ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কবিগুরুর স্মৃতি: মহাজাতি সদনকে আধুনিক‍ বিনোদন কেন্দ্র করবে রাজ্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১১

কলকাতা: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মহাজাতি সদনেও এবার পরিবর্তনের হাওয়া। কলকাতার ঐতিহ্যবাহী এই ভবনে এবার আধুনিক বিনোদন কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।



রাজ্য প্রশাসনের একটি সুত্র জানিয়েছে, মহাজাতি সদনের অছি পরিষদ (পরিচালন কমিটি) এই সিদ্ধান্ত ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে পাঠিয়েছে। অছি পরিষদের সিদ্ধান্ত অনুমোদনও করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই পরিদর্শক দল সমস্ত দিক খতিয়ে দেখে সরকারকে পরিদর্শন রিপোর্টও জমা দিয়েছে।

এই রিপোর্টে বলা হয়েছে, সিনেমা দেখানোর কোনও পরিকাঠামো নেই মহাজাতি সদনে। সিনেমা দেখাতে হলে ঢেলে সাজাতে হবে হলটিকে। বসাতে হবে আধুনিক পর্দা, তৈরি করতে হবে ডলবি শব্দ ব্যবস্থা। দর্শক আসনও তৈরি হবে নতুন করে।
 
সরকারি নাকি বেসরকারি উদ্যোগে বিনোদন কেন্দ্র গড়েতোলার কাজ হবে, তা অবশ্য জানা যায়নি।

উল্লেখ্য, ১৯৩৯ সালে মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় জাতির উদ্দেশে উৎসর্গীকৃত এই ভবনের নামও তারই দেওয়া। ঐতিহ্যবাহী এরকম একটি সদন নেতাজি সুভাষচন্দ্র বসুর মস্তিষ্ক প্রসুত।

১৯৫৮ সালে এই সদন উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। দীর্ঘদিন ধরেই রাজ্য রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই ভবনটি। রাজ্যের সব রাজনৈতিক দলেরই সভা কেন্দ্র এটি। সেই মহাজাতি সদনকে এবার আধুনিক বিনোদন কেন্দ্র গড়ে তুলতে চলেছে রাজ্য সরকার।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।