নয়াদিল্লি: ভারতের বিশিষ্ট গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন । রোববার মহারাষ্ট্রের পুনের একটি বেসরকারি হাসপাতালে আন্নাকে ভর্তি করা হয়েছে।
আন্নার পারিবারিক সূত্রে জানা গেছে, কিছু দিন ধরেই ভাইরাল ফিভারে ভুগছিলেন ৭৪ বছরের এই গান্ধীবাদী নেতা। এছাড়াও তার বুকে রয়েছে ব্যাথা। এই অবস্থাতেই শক্তিশালী লোকপাল বিলের দাবিতে মুম্বইয়ের এমএমআরডি ময়দানে অনশনে বসেছিলেন তিনি।
সেই সময়ই তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে। ডাক্তাররা তখনই জানিয়েছিলেন, অনশন দীর্ঘায়িত হলে কিডনিতে প্রভাব পরতে পারে।
সূত্রটি আরো জানায়, আন্নার দায়িত্বে থাকা ডা. কে এইচ সঞ্চচেতি এদিন তার বিভিন্ন শারীরিক পরীক্ষা করার পরই আন্নাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।
জানা গেছে, আন্নার শরীরে ইউরিয়া, ক্রিয়েটিনিনের মত ক্ষতিকর পদার্থ বেড়ে গেছে। তার শ্বাসকষ্টজনিতরোগও রয়েছে।
ভারতীয় সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১২