ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কোলকাতাল পার্কস্ট্রিটে আগুন, আহত ১

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, জানুয়ারি ১, ২০১২

ঢাকা: নববর্ষের প্রথম দিন দুপুরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কোলকাতার পার্কস্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় ১ ব্যক্তি আহত হয়েছেন। দমকল বাহিনীর ১২টি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনে।



স্থানীয় সূত্রগুলো জানায়, পার্ক স্ট্রিটের আপিজায় ভবনে দুপুরে হঠাৎ করে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

এনডিটিভি জানায়, আগুন লাগার পর পার্কস্ট্রিটের ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, অগ্নি কবলিত আপিজায় ভবনটি বৃটিশ আমলের ঐতিহ্যবাহী স্টিফেন কোর্ট ভবনের কাছেই অবস্থিত যেখানে গত বছর এক ভয়াবহ অগ্নিকাণ্ডেরি ঘটনায় ৪৩ জন নিহত হন।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ০১ জানুয়ারি, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।