ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী উইলফ্রেড ডিসুজা তৃণমূলে যোগ দিলেন

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৮, জানুয়ারি ১, ২০১২

কলকাতা : মেঘালয়ের পিএ সাংমা, ত্রিপুরার সুধীররঞ্জন মজুমদার,মনিপুরের আর কে দোরেন্দ্র সিংয়ের পর রোববার তৃণমূলে যোগ দিয়েছেন ভারতের দ্বীপ রাজ্য গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী উইলফ্রেড ডিসুজা।

এমন দিনে তিনি যোগ দিলেন যে দিনটিতে তৃণমূলের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী।



আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সাবেক এই মুখ্যমন্ত্রী জোড়া ফুল মার্কা নিয়ে তার সাবেক দল কংগ্রেসর বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ নিতে প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে, এদিন রাজ্যের সর্বত্র তৃণমূল কর্মী সমর্থকরা তাদের প্রিয় দলের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন। ১৯৮৮ সালে এ দিনটিতেই ভারতের জাতীয় কংগ্রেস ছেড়ে একক উদ্যোগে যে দলটি গড়ে তুলেছিলেন মমতা ব্যানার্জি আজ তা পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত। আর তিনি হয়েছেন মুখ্যমন্ত্রী। ইউপিএ-২ এর সরকারের দ্বিতীয় বৃহত্তম শরিক।

রাজ্যের তৃণমূল সভাপতি ও সাংসদ সুব্রত বক্সী এদিন বাংলানিউজকে কলকাতায় বলেন, আজ রাজ্যের প্রতিটি জেলায় ব্লকে ব্লকে দলীয় পতাকা উত্তোলন ও প্রভাত ফেরী হয়। এ উপলক্ষে এদিন রক্তদান শিবির ও গরিবদের শীত বস্ত্র বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, আমাদের দল বাংলার মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলা যে উন্নয়নের ধারা শুরু হয়েছে তা বজায় রাখবে তৃণমূল। মানুষের স্বার্থেই কাজ করব আমরা।

বাংলাদেশ সময়:২১৫৪ ঘণ্টা, জানুয়ারি০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।