ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঘূর্ণিঝড় থানের প্রভাবে কলকাতায় বৃষ্টি, কমছে তাপমাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৩, জানুয়ারি ৩, ২০১২

কলকাতা:  বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় থানের প্রভাবে রোববার রাত থেকে কলকাতা ও তার পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে যা সোমবারও অব্যাহত রয়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা।



সোমবার রাতে আলিপুর আবহাওয়া দপ্তর  জানিয়েছে, উচ্চচাপ বলয়ের প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাতাসে প্রচুর জলীয় বাস্প মিশেছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টা আকাশ মেঘলা থাকবে। ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিন বৃষ্টি হলেও তাপমাত্রার পারদ রাতের দিকে কমেছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দপ্তর আশ্বাস দিয়েছে, বুধবার থেকে পারদের স্তর আরও নিচে  নেমে আসবে।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।