কলকাতা: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় থানের প্রভাবে রোববার রাত থেকে কলকাতা ও তার পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে যা সোমবারও অব্যাহত রয়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা।
সোমবার রাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উচ্চচাপ বলয়ের প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাতাসে প্রচুর জলীয় বাস্প মিশেছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টা আকাশ মেঘলা থাকবে। ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিন বৃষ্টি হলেও তাপমাত্রার পারদ রাতের দিকে কমেছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তর আশ্বাস দিয়েছে, বুধবার থেকে পারদের স্তর আরও নিচে নেমে আসবে।
বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১২