ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে আপাতত বাড়ছে না পেট্রোলের দাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১২

নয়াদিল্লি: ভারতে  আগামী ১৫ দিনের মধ্যে পেট্রোলের দাম বাড়ছে না। সোমবার জ্বালানি তেল কোম্পানিগুলোর সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে।



এক দিকে রুপিরমূল্য হ্রাস, অন্য দিকে আন্তর্জাতিক বাজারের জ্বালানি  তেলের দাম বেড়েছে। তাই লিটার প্রতি পেট্রোলের দাম দু`রুপি বাড়ানোর প্রস্তাব দিয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কিন্তু সেই প্রস্তাবে ভারত সরকারের অনুমোদন মেলেনি।

আগামী ফেব্রুয়ারি মাস থেকে ভারতের উত্তরপ্রদে-সহ ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। ভোট রাজনীতির বাধ্যবাধকতার কারণেই এই পরিস্থিতিতে পেট্রোলের দাম বাড়াতে চাইছে না কংগ্রেস হাইকমান্ড। কারণ সে ক্ষেত্রে পুরো বিষয়টি রাজনৈতিক ইস্যু হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে পুরোমাত্রায়।

তাই নয়া আইনে পেট্রোলের দাম সরকারি `নিয়ন্ত্রণমুক্ত` হলেও এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকে কেন্দ্রীয় সরকারের প্রবল চাপের মুখে পড়তে হয় জ্বালানি তেল সংস্থাগুলির কর্ণধারদের।

বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা, জানুয়ারি০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।