নয়াদিল্লি: কমদামি গাড়ি নিয়ে এবার টাটার ন্যানোকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলার জন্য ভারতের বাজারে আসছে বাজাজের নতুন মোটরগাড়ি ‘হামারা নয়া বাজাজ’। এই মোটরগাড়িটি দিয়ে বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল নির্মাতা সংস্থাটি মোটরগাড়ি ব্যবসায় প্রবেশ করছে।
বিগত ৮০ বছর ধরে স্কুটার ও বাইকের প্রধান সংস্থা বাজাজের পক্ষ থেকে জানানো হয়েছে, ঔরাঙ্গাবাদের কারখানায় এই গাড়িটি তৈরি করা হবে নিশান মোটর ও রেনল্ট সংস্থার সাথে যৌথ উদ্যোগে। আরই-৬০ নামের এই গাড়িটির নকশা ও নির্মাণ বাজাজ সংস্থাই করেছে।
সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই গাড়িটির গতিবেগ হবে ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার। ১ লিটার পেট্রল বা ডিজেলে ৩০ কিলোমিটার চলবে।
বর্তমানে এই গাড়িটির নয়াদিল্লির অটো এক্সপোতে প্রর্দশিত হচ্ছে। তবে গাড়িটির দাম কত হচ্ছে তা বলা না হলেও বলা হয়েছে এর দাম মধ্যবিত্তের আয়ত্বের মধ্যেই থাকবে।
বাংলাদেশ সময় : ১১২০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১২