কলকাতা: রায়গঞ্জ অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ নেতা প্রিয়ব্রত দুবে সোমবার আত্মসমর্পণ করেছেন। অভিযুক্তদের মধ্যে তিনিও ছিলেন।
আত্মসমর্পণকারী তৃণমূল ছাত্র পরিষদ নেতা প্রিয়ব্রত দুবের বিরুদ্ধেও জামিনযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ।
এদিনই রায়গঞ্জ কলেজে নতুন অধ্যক্ষ রূপে যোগদান করলেন ওই কলেজের ইংরেজি ভাষার অধ্যাপক শত্র“ঘ্ন সিনহা।
এদিকে, রোববারই রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র রায়গঞ্জে যান সভা করতে। দোষীদের খাতায় নাম থাকলেও তৃণমূল যুব কংগ্রেস সভাপতি খলিলউদ্দিন সরকার ও তৃণমূল কাউন্সিলার প্রিয়তোষ মুখার্জি ওই সভায় উপস্থিত ছিলেন। তৃণমূল নেতা তিলক চৌধুরী এবং খলিলউদ্দিনের নেতৃত্বেই কলেজে ঢুকেছিল বহিরাগতরা।
এদিন বিশিষ্ট শিক্ষাবিদ সুনন্দ সান্যাল বলেন, অপরাধের রঙ বিচার করা হলে মুশকিল। রায়গঞ্জের ঘটনা এবং মাঝদিয়ার ঘটনা দুই নিন্দনীয়। রাজ্যের শিক্ষা ক্ষেত্রে তীব্র অরাজকতা দেখা দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১২