ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে সরকারি পরিবহনের অবসরপ্রাপ্ত কর্মীদের বাস অবরোধ

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১২

কলকাতা: বকেয়া পেনশনের দাবিতে বুধবার অনির্দিষ্টকালের জন্য সরকারি বাস অবরোধ কর্মসূচি শুরু করলেন দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদহের অবসরপ্রাপ্ত পরিবহণ কর্মীরা।

এদিন ভোর পাঁচটা থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার রায়গঞ্জ ডিভিশনের মোট ৬টি বাস ডিপোয় শুরু হয় বিক্ষোভ।

অবরোধের জেরে তিন জেলায় বিপর্যস্ত সরকারি পরিবহণ পরিষেবা।

তিন-চারমাস ধরে বন্ধ পেনশন। লাল ফিতের গেরোয় আটকে একাধিক সরকারি অনুদানও। ফলে চূড়ান্ত আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন রায়গঞ্জ ডিভিশনের অবসরপ্রাপ্ত পরিবহণ কর্মীরা।

তারা অভিযোগ করে বলেন, বারবার জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি সমস্যার। বুধবার তাই বকেয়া পেনশন-সহ বেশ কয়েক দফা দাবিতে সরকারি বাস অবরোধ কর্মসূচীতে যোগ দেন দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদহের কয়েকশ’ অবসরপ্রাপ্ত পরিবহণ কর্মী।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, ইসলামপুর এবং রায়গঞ্জ ডিপোতে সরকারি বাস অবরোধ করেন অবসরপ্রাপ্ত কর্মীরা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ডিপো এবং মালদহের সদর এবং চাঁচোল ডিপোতেও বিক্ষোভের মুখে থমকে যায় সরকারি বাস চলাচল। তবে বকেয়া না মেটালে লাগাতার অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন বিক্ষোভকারীরা।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।