ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে তৃণমুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১২
উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে তৃণমুল

কলকাতা: পশ্চিমবঙ্গের পর এবার ভারতের হিন্দি বলয়ে পা দিতে চলেছে তৃণমুল। আসন্ন বিধানসভা ভোটে মায়াবতির উত্তরপ্রদেশে দলের প্রার্থী দিচ্ছে তারা।



তবে কংগ্রেস নয়, ছোট কয়েকটি রাজনৈতিকদলকে নিয়ে গঠিত রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চার সঙ্গে সমঝোতা করে তারা প্রার্থী দেবে।

উত্তরপ্রদেশের তৃণমুল নেতা ভগবান সিং বলেছেন, উত্তর প্রদেশের ৪৩০টি আসনে মোর্চা লড়লেও তারা কটি লড়বেন তা এখনও ঠিক হয়নি। ৬ জানুয়ারি দিল্লি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।

তিনি আরও বলেছেন, লখনউ, মীরাট, আগ্রা, গোরক্ষপুর, মোরাদাবাদ, আলিগড়, বারাণসী, কানপুর, এলাহাবাদ এবং সেনেভদ্রতে প্রচারে আসবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাদের প্রচারে মূল এজেন্ডা উন্নয়ন ও পরিবর্তন।

এদিকে কংগ্রেস শাসিত দুই রাজ্য গোয়া ও মনিপুরের বিধানসভা নির্বাচনে প্রার্থী দিতে চলেছে তৃণমুল। তৃণমুল নেতা ও কেন্দ্রীয়মন্ত্রী মুকুল রায় ইতিমধ্যেই জানিয়েছেন, তারা এই দুটি রাজ্যে নির্বাচন করবেন।

কিন্তু ইউপএ-২ এর অন্যতম প্রধান শরিককে নিয়ে চিন্তিত নয় কংগ্রেস।

কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারি বলেছেন, ওরা তো ঝাড়খণ্ড, ত্রিপুরা এমনকি কেরালাতেও নির্বাচনে দাঁড়িয়েছিল। কিছুই লাভ হয়নি।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।