কলকাতা : কলকাতার নবগঠিত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ৪টি নতুন অধ্যাপক পদ। এমনটাই বৃহস্পতিবার মহাকরণে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিন তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ এবং নেতাজী সুভাষচন্দ্র বসুর নামে এই চারটি বিশেষ অধ্যাপকপদ চালু করার আর্জি জানিয়েছিল মেন্টর গ্রুপ। সেই পরামর্শ মেনেই এবার প্রেসিডেন্সিতে বিভিন্ন বিষয়ে এই চারটে অধ্যাপক পদ চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী এদিন এও জানিয়েছেন, কাজী নজরুল ইসলামের নামেও একটি অধ্যাপক পদ চালু করা হবে।
বাংলাদেশ সময় : ২২০০ ঘন্টা, জানুয়ারি ০৬, ২০১২