ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এমআরআই’র মালিকপক্ষকে মুক্ত করতে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১২

কলকাতা: এমআরআই অগ্নিকাণ্ডে গ্রেফতার হাসপাতালের মালিকপক্ষকে মুক্তির দাবিতে তদ্বির শুরু করেছে রাজ্য বিজেপি।

শুক্রবার পশ্চিমবঙ্গ বিজেপি’র সভাপতি রাহুল সিনহার নেতৃত্বে দলের শীর্ষ নেতারা রাজ্যপাল একে নারায়ণের সঙ্গে দেখা করে তাকে এ বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন।



এমআরআই মালিকপক্ষকে ছাড়াতে বিজেপি’র এ উদ্যোগ নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে।

গত ৮ ডিসেম্বর ঢাকুরিয়ার এমআরআই হাসপাতালে ভয়াবহ আগুন লাগে। দমবন্ধ হয়ে ৯৩ রোগীর মৃত্যু হয়।

ঘটনার দিনই গ্রেফতার হন এমআরআই ১৪ ডিরেক্টরের মধ্যে ৬ জন- শ্রবণ টোদি, রবি টোডি, প্রশান্ত গোয়েঙ্কা, মণীশ গোয়েঙ্কা, রাধেশ্যাম গোয়েঙ্কা এবং দয়ানন্দ অগ্রবাল এখন আলিপুর সেন্ট্রাল জেলে। অন্য ডিরেক্টর রাধেশ্যাম অগ্রবাল ভর্তি পিজি হাসপাতালে।

আদালতে নিয়ে আসার পরও বারবারই জনরোষের মুখে পড়তে হয়েছে এমআরআই কর্তাদের। সেই অভিযুক্তদের ছাড়াতে এবার উদ্যোগী হলো বিজেপি। রাজ্যপালের কাছে গিয়ে রীতিমতো দরবার করলেন তারা।

কিন্তু হঠাৎ এমআরআই কর্তাদের জন্য কেন এত উদ্বেগ বিজেপি রাজ্য নেতৃত্বের?

রাহুল সিনহা বলেছেন, এর ফলে নাকি শিল্পমহলে খারাপ বার্তা যাবে। তাই তারা রাজ্যপালের কাছে এসেছেন।

বাংলাদেশ সময়:  ০২০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।