কলকাতা : রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে অধ্যক্ষ নিগ্রহের ঘটনাকে ছোট্ট ঘটনা বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মহাকরণে এদিন তিনি বলেন, ‘রায়গঞ্জের ঘটনা ছোট্ট ঘটনা, তিলকে তাল করা হচ্ছে।
রায়গঞ্জের ঘটনা নিন্দাজনক বলে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে অভিযুক্তদের সংশোধনের সুযোগ দেওয়া উচিত। ’
এদিন তিনি অভিযোগ করেন, পুলিশের বহু ওসি সিপিআইএম-এর দালাল হিসেবে কাজ করছেন।
এ দিন তিনি এও বলেন, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তৃণমূলের চেয়ারপার্সন হিসেবেই বিবৃতি দিচ্ছেন।
সরাসরি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে টাকা নিয়ে কাজ করারও অভিযোগ তোলেন তিনি।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অধ্যক্ষ নিগ্রহের আগেও কয়েকদিন ধরে রায়গঞ্জে বেশকিছু ঘটনা ঘটেছিল। কিন্তু কোনো সংবাদমাধ্যমই তার খবর করেনি। এর পিছনে কোনো টাকার অঙ্ক কাজ করেছে।
কংগ্রেসের বিরুদ্ধে এদিন মুখ্যমন্ত্রীর অভিযোগ করে বলেন, ‘কংগ্রেসের চক্রান্তেই রায়গঞ্জ কলেজে অধ্যক্ষ নিগ্রহের ঘটনা ঘটেছে। ’
মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় নীতির বিরোধিতা করাতেই কংগ্রেস চক্রান্ত করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। কংগ্রেসকে তাই তার হুঁশিয়ারি, সিপিআইএম’র সঙ্গে হাত মিলিয়ে কাজ করলে কংগ্রেসের জন্য দরজা খোলা আছে। চাইলে তারা চলে যেতে পারে। ’
এদিকে মুখ্যমন্ত্রীর এই বক্তবের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা নির্বেদ রায়।
তিনি বলেন, ‘অতীতে পিডিএস, এসইউসিআই, বিজেপির মতো দলকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছেন তৃণমূল নেত্রী। রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর কংগ্রেসের ক্ষেত্রেও একই পরিকল্পনা রয়েছে তার। ’
বাংলাদেশ সময় : ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১২