কলকাতা: বাংলাদেশি জনদস্যুর হাতে পশ্চিমবঙ্গের তিন মৎসজীবী অপহৃত হয়েছে। শনিবার এই ঘটনা ঘটেছে বলে জানায় রাজ্য প্রশাসন।
প্রশাসন সুত্রে জানা যায়, এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের রায়দিঘীর ৩ জন মৎসজীবি এম ভি অর্জুন নামে একটি ট্রলারে করে মাছ ধরতে গিয়েছিলেন ভারতীয় জলসীমার মধ্যে কেন্দুয়া দ্বীপে। সেখানেই তাদের অপহরণ করে নিয়ে যায় একদল বাংলাদেশি জলদস্যু। একই সঙ্গে জলদস্যুরা ট্রলারটিকেও নিয়ে যায়।
খবর পাওয়া মাত্রই তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে বিএসএফ ও ভারতীয় কোস্ট গার্ড।
রাজ্যের সুন্দরবন উন্নয়ণমন্ত্রী শ্যামল নস্কর প্রয়োজনে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১২