কলকাতা: শুরু হতে চলেছে ৩৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আর এবার এই বইমেলাকে ঘিরে সাহিত্য উৎসবের পরিকল্পনা নিয়ে আয়োজক পাবলির্শাস অব বুক সের্লাস গিল্ড।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের বইমেলার থিম ক্যান্ট্রি ইটালি। ২৪ জানুয়ারি কলকাতার মিলন মেলা প্রাঙ্গনে বিকাল ৩টায় মেলার উদ্বোধন করবেন ইটালির বিশিষ্ট সাহিত্যিক বেপ্লে সেভারজনিনি। এদিন প্রধান অতিথি রূপে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিশেষ অতিথি থাকবেন সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়।
এবারের বইমেলার থিম সঙ তৈরী করেছেন বলিউডের সুরকার শান্তুনু মৈত্র।
কবিগুরু সার্ধশতবর্ষ ও স্বামী বিবেকানন্দর সার্ধশতবর্ষ উপলক্ষে বইমেলার বিভিন্ন ব্লক ও সরনীর নাম দেওয়া হচ্ছে। বইমেলার বিভিন্ন প্রবেশপথ গুলি তৈরী হচ্ছে বেলুড় মঠ, বিবেকানন্দ রক টেম্পেল, শিকাগো আর্ট সেন্টার ফ্লোরেন্স শহরে সান্তা মেরিয়া নোভেলার আদলে।
মেলার ৫টি হলের নামকরণ করা হচ্ছে, দান্তে, চার্লস ডিকেন্স, পাবলো নেরুদা, মার্ক টোয়েন ও টলস্টয়ের নামে।
থাকছে বাংলাদেশে প্যাভেলিয়ানও। এবছর পাকিস্তানের কবি-সাহিত্যিকরা অংশ নিচ্ছেন বইমেলায়।
বইমেলায় অনুষ্ঠিত হবে প্রতিবারের মতো এবারেও বাংলাদেশ দিবস। ওইদিন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিকরা আলোচনা সভায় অংশ নেবেন।
‘পাকিস্তানের রাজনৈতিক ভবিষৎ’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিতে আসছেন দেশটির সাবেক অধিনায়ক ও তেহেরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান। তার সাথে আলোচনায় অংশ নেবেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, সাঙসদ শশী থারুর প্রমুখ।
এর পাশাপাশি থাকছে প্রতিদিন সন্ধ্যায় ইটালি থেকে আগত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতিদিন বেলা ৩টে থেকে রাত ৮টা ও রোববার ও ছুটির দিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এবারও মেলায় কোন প্রবেশ মুল্য থাকছে না।
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১২