কলকাতা: কলকাতাসহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই আকাশ কালো করে বৃষ্টি নামলো কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর ভারত থেকে আসাম পর্যন্ত প্রবাহিত পশ্চিমী ঝঞ্ঝার আংশিক প্রভাব পড়েছে এ রাজ্যেও। তার ফলেই বৃষ্টি। পাশাপাশি, বিহার ও ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত।
এদিন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে এখনই শীত ফেরার পরিস্থিতি নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি ও বিহার-ঝাড়খণ্ডের ওপর অবস্থানকারী ঘূর্ণাবর্ত, দুইয়ের যোগফলেই উধাও হয়েছে শীত।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ। এ পরিস্থিতি এখনই কাটার সম্ভাবনা নেই। আগামী দু’তিন দিনেও শীতের আমেজ থেকে বঞ্চিত হবে শহরবাসী।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১২