কলকাতা: আবার জঙ্গলমহল সফরে বের হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার থেকে ৩ দিনের জেলা সফরের প্রথম দিনে ঝাড়গ্রামে যাচ্ছেন তিনি।
মঙ্গলবার থেকে ঝাড়গ্রামে শুরু হওয়া যুব উৎসবে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন বৈঠক করে মুখ্যমন্ত্রী জেলার পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানা গেছে। বেশ কয়েকজন মন্ত্রী ও বিভিন্ন দফতরের কয়েকজন সচিবও মুখ্যমন্ত্রীর সঙ্গে জঙ্গলমহলে যাচ্ছেন।
রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ঝাড়গ্রামে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্ধায় জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে ঝাড়গ্রাম রাজবাড়িতে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে তিনি ঝাড়গ্রাম স্টেডিয়ামে যুব উৎসবে যোগ দেবেন। এরপর তিনি সকাল ১১টায় সেখানে ‘বিবেক উৎসব’ এর উদ্বোধন করবেন।
এছাড়া জঙ্গলমহলের মানুষের জন্য বহুমখী উন্নয়ন প্রকল্পও ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এদিন ঝাড়গ্রামে রাজ্যের প্রথম ‘স্বাস্থ্য জেলা’র উদ্বোধনের পাশাপাশি সেখানে আরও বেশ কয়েকটি সরকারি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর।
বৃহস্পতিবারই সমুদ্র সৈকত দিঘায় পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সকালে পুর্ব মেদিনীপুরের প্রশাসন ও পুলিশের সঙ্গে বৈঠক শেষে বিকালে পর্যটন মেলার উদ্বোধন করবেন তিনি।
এদিন দিঘা সৈকতের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পও ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২