কলকাতা : স্বামী বিবেকানন্দের ১৪৯তম জন্মদিন বৃহস্পতিবার। এ উপলক্ষে ব্যারকপুরে বিবেকানন্দ মেমোরিয়াল অডিটোরিয়াম ও সেমিনার হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো।
ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশে ইউক্রেনের অনারারি কনসাল আহমেদ আকবর সোবহান।
উল্লেখ্য, স্বামী বিবেকানন্দ এই দিনে উত্তর কলকাতার সিমলায় জন্মগ্রহণ করেন।
এ উপলক্ষে ভারতজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে স্বামীজীর জন্মভিটা সিমলা স্ট্রিটের বাসভবনেও চলে অনুষ্ঠান।
এ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি ছিলো ব্যারকপুরের রামকৃষ্ণ-বিবেকানন্দ মিশনের শাখা কার্যালয় আগরপাড়ার লাহা গার্ডেনে। সেখানেই ভারত সরকারের আর্থিক সহায়তায় বিবেকানন্দ মেমোরিয়াল অডিটোরিয়াম ও সেমিনার হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো।
সন্ধ্যা ৬টায় ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান অবশ্য কিছুটা পরে সেখানে উপস্থিত হন।
রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা যুগনায়ক বিবেকানন্দের জন্মদিবসে বেলুড়মঠেও ছিলো বিশেষ আয়োজন । গোলপার্কেও রামকৃষ্ণ মিশন থেকে রবীন্দ্র সদন পর্যন্ত প্রভাতফেরীতে অংশগ্রহণ করেন বহু সাধারণ মানুষ।
স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় বাজানো হয় সাইরেন। সকাল ৬টা একত্রিশ মিনিটে স্বামীজীর জন্ম মুহূর্তকে চিহ্নিত করে কলকাতার ১৬টি স্থানে একযোগে এই সাইরেন বাজানো হয়।
উল্লেখ্য, স্বামীজীর জন্মদিবসে শেষবার সাইরেন শোনা গিয়েছিল ২০০৫ সালে। তারপর যান্ত্রিক সমস্যার কারণে তা বন্ধ হয়ে যায়। আজ ফের শোনা গেল সেই নস্টালজিক সাইরেন।
বাংলাদেশ সময় : ২১২০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২