ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সোনার বাংলা গড়ার ডাক দিলেন মমতা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১২
সোনার বাংলা গড়ার ডাক দিলেন মমতা

কলকাতা: স্বামী বিবেকানন্দের জন্ম দিবসে তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলা গঠনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম স্টেডিয়ামে যুব উৎসবে যোগ দিয়ে তিনি জঙ্গলমহলের জন্য ফের একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন।



এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শিশির অধিকারী, মুকুল রায়, রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী, রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষ প্রমুখ।

ঝাড়গ্রাম স্টেডিয়ামে তিনদিন ধরে চলা যুব উৎসবের সমাপ্তিও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, গত বিধানসভা নির্বাচনের আগে ও পরে জঙ্গলমহলের উন্নয়নের জন্য যে সমস্ত ঘোষণা করেছিলেন তার কাজ অনেকটাই এগিয়েছে। বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন করা হবে।

রাজ্য সরকারের কাজ নিয়ে বিরোধী দল ও বেশ কিছু মিডিয়ার সমালোচনাকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ৩৫ বছর ধরে যারা রাজ্যটিকে পিছিয়ে দিয়েছেন তাদের মুখে বর্তমান সরকারের সমালোচনা মানায় না। জঙ্গলমহলের বেকারদের চাকরি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, জঙ্গলমহলের ১২৪টি স্কুলের উন্নতি ঘটানো হবে। এর মধ্যে ৫০টির কাজ শুরু হয়ে গেছে।

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই ঝাড়গ্রামে রাজ্যের প্রথম স্বাস্থ্য জেলার সূচনা করেন মুখ্যমন্ত্রী।

এ অনুষ্ঠান মঞ্চ থেকে জঙ্গলমহলের বিভিন্ন ব্যক্তির হাতে পুরস্কার ও সাহায্য তুলে দেন তিনি। এদিন ৫০ জনকে বিবেক পুরস্কার দেওয়া হয়।

১০টি স্বনির্ভর গোষ্ঠী, ৬ আত্মসমর্পণকারী মাওবাদী ও মাওবাদী হামলায় নিহত ৩ জনের পরিবারের লোককে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এছাড়া বেশ কিছু ছাত্রছাত্রীর হাতে সাইকেল ও কয়েকজনকে জমির পাট্টা তুলে দেওয়া হয়।
এদিকে, এদিন ঝাড়গ্রামে যুব অনুষ্ঠানের মঞ্চেই ৪ মাওবাদী আত্মসমর্পণ করেন। তারা হলে- লম্বোধর মাঝি, করন কৈবর্ত্য, ভজোহরি মাহাত ও সুখদেব মাহাত। তাদেরকে সরকারি পুনর্বাসন দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়:  ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।