ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মালদা সীমান্তে গরুপাচার রুখতে গিয়ে গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, জানুয়ারি ১৩, ২০১২
মালদা সীমান্তে গরুপাচার রুখতে গিয়ে গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান

কলকাতা: গরুপাচার রুখতে গিয়ে মালদার বৈষ্ণবনগরের বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ হয়েছেন এক বিএসএফ জওয়ান।

বৃহস্পতিবার রাতে বিএসএফ সূত্রে এ খবর জানানো হয়।



জওয়ানটির নাম আর এস পাটেল(২৩)। মালদা মেডিক্যাল কলেজে ওই জওয়ানকে ভর্তি করা হয়েছে।

বিএসএফ জানায়, ভারত থেকে প্রচুর গরু বেআইনিভাবে প্রতিদিন বাংলাদেশে পাচার হয়। বুধবার রাতে গুরু পাচার করতে গিয়ে চোরাচালানকারী ও বিএসএফের মধ্যে সংঘর্ষে হয়। এ ঘটনায় বিএসএফের জওয়ানের পায়ে চোরাচালানকারীদের গুলি লাগে।

সীমান্তে গুলি চালানো যাবে না, এই নির্দেশ থাকায় জওয়ানদের কাছে থাকায় তারা গুলি চালাতে পারেনি। এ সুযোগে চোরাচালানকারীরা পালিয়ে যায়। ওই জওয়ানকে হাসপাতালে ভর্তি করলে সেখানেই তার অপারেশন করে তার গুলি বের করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।