মুম্বাই: কংগ্রেস সভানেত্রী ও ইউপি চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর নামে এবার মহারাষ্ট্রে ভুয়া রেশন কার্ড পাওয়া গেছে।
এ ভুয়া রেশন কার্ডটি খুঁজে পেয়েছেন প্রবীণ পান্ডে নামে এক এনজিও কর্মী।
তিনি জানান, সোনিয়া গান্ধীর নামে ইস্যু করা ওই রেশন কার্ডে তার পুত্র রাহুল ও কন্যা প্রিয়াঙ্কার নামও রয়েছে। কার্ডটি ইস্যু করা হয়েছে গত বছরের আগস্ট মাসে।
রেশন কার্ডটিতে দেখানো হয়েছে, তার পরিবারের বার্ষিক উর্পাজন ৩০ হাজার রুপি এবং ঠিকানা রয়েছে নয়াদিল্লির ১০ জনপথের বাসভবনের।
শুধু তাই নয়, এ কার্ডে দু’বার রেশনও তোলা হয়েছে এরই মধ্যে। কার্ডটি পাওয়া গেছে মুম্বাই থেকে ৬০ কিলোনিটার দূরে উল্লাসনগর মিউনিসিপাল কর্পোরেশনের একটি গাড়ি পার্কিং লটে।
প্রবীণ পান্ডে সাংবাদিকদের বলেন, আমি একটি কাজে ওখানে গাড়ি পার্ক করতে গিয়ে রেশন কার্ডটি পাই। রাজ্যে সামনেই পৌরসভা নির্বাচন। এজন্যই এ ভুয়া কার্ডটি ইস্যু করা হয়েছে।
তিনি বিষয়টি মহারাষ্ট্রের নির্বাচন কমিশনে জানিয়েছেন বলেও জানান এদিন।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১২