কলকাতা: মকর সংক্রান্তির আগে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের জীবন।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
বিহার, ঝাড়খণ্ড থেকে আসা প্রবল উত্তুরে বাতাসের কারণে বৃহস্পতিবারই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর।
উত্তর এবং মধ্য ভারতের ওপরে এই মুহূর্তে অবস্থানকারী পশ্চিমী ঝঞ্ঝা উত্তুরে বাতাসের শক্তি বৃদ্ধি করছে। সেই কারণেই রাজ্যজুড়ে শীতের প্রাবল্য বাড়ছে।
যদিও উপকূলবর্তী জেলা, দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে খুব বেশি তাপমাত্রা নামবে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
তবে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং বর্ধমানের কিছু অংশে উল্লেখযোগ্যভাবে নেমেছে তাপমাত্রার পারদ।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১২