ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ধর্মঘটে এয়ারইন্ডিয়ার পাইলটরা, দুর্ভোগে যাত্রীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২

নয়াদিল্লি : আবার ধর্মঘটে নামলেন এয়ারইন্ডিয়ার পাইলটরা। বকেয়া বেতন ও ভাতার দাবিতে শুক্রবার সকাল থেকে দেশজুড়ে ধর্মঘটে নেমেছেন ইন্ডিয়ান এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের ৮০০ পাইলট।



পাইলটদের ধর্মঘট শুরুর পর থেকেই তুমুল অচলাবস্থা সৃষ্টি হয়েছে এয়ারইন্ডিয়ার পরিষেবায়।

এয়ারইন্ডিয়ার সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই দিল্লিতে বাতিল করা হয়েছে ১৪টি বিমান। আরো বিমান বাতিল হওয়ার আশঙ্কা। মুম্বাই, চেন্নাই, কলকাতাতেও দেরিতে চলছে বেশ কয়েকটি বিমান।

পাইলটদের সংগঠনের অভিযোগ, গত ৬ মাস ধরেই বেতন ও ভাতা মিলছে না।

এয়ারইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, অচলাবস্থা কাটাতে পাইলটদের সংগঠনের সঙ্গে শনিবার বৈঠক করা হবে।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, আগে থেকে কোনো নেটিশ না দিয়ে এভাবে ধর্মঘটের ফলে চরম অসুবিধা ও বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১১’র এপ্রিলেও বকেয়া বেতনের দাবিতে ধর্মঘটে নামেন এয়ারইন্ডিয়ার পাইলটরা। চরম নাকাল হন যাত্রীরা। শেষে কেন্দ্রীয় বিমানমন্ত্রকের আশ্বাসে টানা ৯ দিন পর ধর্মঘট তুলে নেন পাইলটরা।

বাংলাদেশ সময় : ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।