কলকাতা : বেড়েই চলেছে শীতের প্রকোপ। চলতি মওসুমেই এখনও পর্যন্ত শনিবার শীতলতম দিন।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, উত্তর ও মধ্যভারতে অবস্থিত পশ্চিমী ঝঞ্ঝ উত্তুরে বাতাসের শক্তি বৃদ্ধি করায় শীতের প্রকোপ বেড়েই চলেছে। এছাড়া বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও অনেকটা কমেছে।
কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাতে তাপমাত্রার পারদ আরো নেমেছে। পুরুলিয়া, মালদা, পানাগর, কৃষ্ণনগর বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৭ ডিগ্রির আশপাশে নেমেছে। তাই প্রকট শীতে আগুন পোহানোর চিত্র দেখা যাচ্ছে।
শনিবার দক্ষিণ বঙ্গের জেলাগুলোতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। রোববার শীত আরো বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
বাংলাদেশ সময় : ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২