আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রিপুরা সফরকে ঐতিহাসিক এবং ত্রিপুরার জন্য নতুন দিগন্ত উন্মোচন বলে উল্লেখ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।
শুক্রবার ত্রিপুরা রাজ্যের নব গঠিত উত্তর জেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি।
মানিক সরকার বলেছেন, আয়তনে ছোট হলেও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সিংহ দুয়ার হতে পারে ত্রিপুরা। যদি বাংলাদেশে চট্টগ্রাম বন্দরের সুযোগ আমাদের দেয়।
‘সারা পৃথিবীর দরজা খুলে যাবে ত্রিপুরার সামনে। স্বাধীনতার পর যে ভৌগলিক সিমাদ্ধতা ত্রিপুরাকে সব দিক থেকে পিছিয়ে দিয়েছে তা কাটতে পারে। ’
মানিক সরকার বলেন, ‘এই স্বপ্ন নিয়ে আমরা এখন কাজ করছি। ’
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২