ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এবার পূর্বস্থলীতে আত্মহত্যা করল কৃষক

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২
এবার পূর্বস্থলীতে আত্মহত্যা করল কৃষক

কলকাতা: রাজ্যে কৃষকদের মৃত্যুমিছিল অব্যাহত রয়েছে। শুক্রবারই মালদহের হরিশচন্দ্রপুরে দেনার দায়ে আত্মহত্যা করেন হরিদাস রতন নামের এক কৃষক।

শনিবার সকালে বর্ধমানের পূর্বস্থলীর সাহাপুর চণ্ডীপুর গ্রামের ক্ষুদ্রচাষী তাপস মাজির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাপস মাজি (৩৮) ভাগচাষ করতেন। তবে এ বছর দেনা করে নিজের পঁচিশ কাঠা জমিতে ধান ও সবজি চাষ করেছিলেন তিনি। কিন্তু ফসলের দাম না মেলায়, লোকসানের বহর সামাল দিতে পারেননি তিনি।

পরিবারে অভিযোগ, সে কারণেই আত্মহত্যা করেছেন তাপস। গতকালই এই নিয়ে রাজ্যে গত কয়েক মাসে ১৪ জন কৃষক আত্মহত্যা করেন।

বাংলদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।