কলকাতা: কলকাতা মহানগরীর মেট্রো স্টেশনগুলোর নাম ভারতের বিভিন্ন মনীষীর নামে করার পর এবার সল্টলেকের ১৫টি পানির ট্যাঙ্কের নাম মনীষীদের নামে করার অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
প্রশাসনিক সুত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই এই অভিনব পরিকল্পনা।
সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছিলেন, সল্টলেকের রাস্তা ঠিক মতো চেনা যায় না। তাই এই উদ্যোগ নিয়েছে সল্টলেক পৌরসভা।
সল্টলেক পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণা চক্রবর্তী নামকরণের একটি তালিকা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। তিনি এই তালিকা সংশোধন করে দিয়েছেন।
আগামী ১৮ জানুয়ারি সল্টলেকের বিধাননগর মেলার উদ্বোধনের দিন আনুষ্ঠানিক ভাবে এই নামগুলো ঘোষণা করা হবে। এর মধ্যে ১৫ নম্বর পানির ট্যাঙ্কটি যুবভারতী ক্রীড়াঙ্গনের অবস্থিত হওয়ায় সেটিকে বাদ দিয়ে বাকিগুলোর নাম দেওয়া হয়েছে।
এই তালিকায় রয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, ড. মেঘনাদ সাহা, উত্তম কুমার, যামিনী রায়, বিদ্যাসাগর, ঋষি অরবিন্দ, রামমোহন রায়, ক্ষুদিরাম বসু, মাদার তেরেসা, মাতঙ্গিনী হাজরা, ভগৎ সিং এবং বাবা সাহেব আম্বেদকর।
ভারতীয় সময়: ০২১২ ঘন্টা, জানুয়ারি ১৫, ২০১২