ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিজেপি মহিলা মোর্চার কার্য্যকারিণী বৈঠক অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জুলাই ২২, ২০২১
বিজেপি মহিলা মোর্চার কার্য্যকারিণী বৈঠক অনুষ্ঠিত বিজেপি মহিলা মোর্চার কার্য্যকারিণী বৈঠক অনুষ্ঠিত।

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা প্রদেশ বিজেপির মহিলা মোর্চার কার্য্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাজধানী আগরতলা কৃষ্ণনগরের ত্রিপুরা প্রদেশ বিজেপি অফিসের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রদেশ সভাপতি ডা মানিক সাহা, দলের ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক পাপিয়া দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণা দেববর্মা, মিডিয়া ইনচার্জ চামেলি সাহা শিল্পী বর্ধনসহ অন্যান্য নেতারা এবং সদস্যরা।

আলোচনায় ডা. মানিক সাহা বলেন, দলের সাংগঠনিক নিয়ম অনুসারে প্রথমে রাজ্য স্তরে কার্যকারণ এ বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর জেলা এবং মন্ডল স্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি দলের অধীনে ৭টি মোর্চা রয়েছে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে মহিলা মোর্চা। বৈঠকে নারী শক্তির গুরুত্ব এবং প্রাধান্যের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুলাই ২২, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।