ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

একদিনে সর্বোচ্চ ১৭২৩ ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
একদিনে সর্বোচ্চ ১৭২৩ ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন জাতীয় রাজস্ব বোর্ড | ফাইল ছবি

ঢাকা: মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের আওতা বৃদ্ধিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগের দুই সপ্তাহেরও কম সময়ে বুধবার একদিনে রেকর্ড সংখ্যক নতুন ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন করেছে। নতুন নিবন্ধন করা ১৭২৩ প্রতিষ্ঠানের মধ্যে উৎপাদক শ্রেণিতে ৪৬টি, সেবাগ্রহীতা ৮৬২টি, খুচরা ও পাইকারি বিক্রেতা ৫০০টি, আমদানিকারক ২৯টি, রপ্তানিকারক ৯টি ও অন্যান্য ২৭৭টি প্রতিষ্ঠান রয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ।

এনবিআরের বর্তমান চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান দায়িত্ব নেওয়ার পর ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন বৃদ্ধির উদ্যোগ নেন। শুরু করেন প্রতিদিনের নিবন্ধন মনিটর। মাঠপর্যায়ের সব ভ্যাট কমিশনার একযোগে নতুন করদাতা খুঁজে বের করে প্রতিযোগিতামূলক ভ্যাটদাতা শনাক্ত করছেন।

গত ১৯ ফেব্রুয়ারি সারা দেশে চট্টগ্রাম কমিশনারেট ৫৭৯ জন, ঢাকা (উত্তর) কমিশনারেট ১৮০ জন, ঢাকা (পশ্চিম) কমিশনারেট ২৬৬ জন, খুলনা কমিশনারেট ১৯৫ জন, রাজশাহী কমিশনারেট ৫০ জন, যশোর কমিশনারেট ৪৭ জন, রংপুর কমিশনারেট ৪১ জন, কুমিল্লা কমিশনারেট ২৭ জন, ঢাকা (দক্ষিণ) কমিশনারেট ৭১ জনসহ মোট ১৭২৩ জন ব্যবসায়ী নতুন নিবন্ধন করেছেন। ভ্যাট আদায় বৃদ্ধি ও করজাল বিস্তৃতিতে দেশের ১২টি ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা দৈনিক কর্মঘণ্টার অতিরিক্ত সময়েও কাজ করছে।

এনবিআর জনসংযোগ কর্মকর্তা বলেন, রাজস্ব আদায়ে সরকারের নতুন নীতি ও দিক-নির্দেশনা বাস্তবায়নে আগে থেকেই সক্রিয়ভাবে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড। কর জিডিপি অনুপাত বৃদ্ধি, কর আদায় সন্তোষজনক ও করজাল বিস্তৃতি সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে আয়কর, কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের কর্মকর্তারা মাঠে যুগপৎ কাজ করছেন। জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যানের নানামুখী ব্যতিক্রমী উদ্যোগের ফলে এসব কার্যক্রম আরও গতি পায়।

বর্তমান সরকার নিবন্ধনের আওতা বাড়ানোর লক্ষ্যে বিদ্যমান ভ্যাট আইনে সংশোধন এনেছে। এখন যেকোন ব্যবসায়ীর বাৎসরিক টার্নওভার ৫০ লাখ টাকার বেশি হলেই তাকে ভ্যাট নিবন্ধন নিতে হবে। এ সব উদ্যোগের ফলে ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধনের সংখ্যা বাড়ছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।