ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিবিআইএন বিজনেস ফোরামে যাচ্ছে এফবিসিসিআই প্রতিনিধিদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
বিবিআইএন বিজনেস ফোরামে যাচ্ছে এফবিসিসিআই প্রতিনিধিদল

ঢাকা: বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল (বিবিআইএন) বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একটি প্রতিনিধিদল  বৃহস্পতিবার (১৪ জুলাই) কলকাতা যাচ্ছে।
 
৭০ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন এফবিসিসআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

১৪ জুলাই কলকাতায় বিজনেস ফোরামের উদ্বোধন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী  ও ড. মশিউর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে বক্তব্য রাখবেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
 
বুধবার (১৩ জুলাই) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া ও নেপালের মধ্যে সার্ক চার্টারের আওতায় বাণিজ্য ও অবকাঠামোগত বাধাসমূহ দূর করে আঞ্চলিক সহাযোগিতা আরও বৃদ্ধির লক্ষে বিবিআইএন বিজনেস ফোরাম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
 
চারটি দেশই রাজনৈতিক সদিচ্ছা নিয়ে আন্তঃসীমান্ত  যোগাযোগ আরও বৃদ্ধি এবং জ্বালানি, ট্রানজিট ও পানি সম্পদ খাতে সহযোগিতার উদ্যোগ নিয়েছে।

বিজনেস ফোরামের উদ্বোধন পরবর্তী সময়ে প্রতিবেশী ৪টি দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দেশগুলোর পর্যটন খাত আরও বিকশিত হবে বলে আশা করা হচ্ছে।
 
১৫ জুলাই বিবিআইএন বিজনেস ফোরামের অনুষ্ঠান শিলিগুড়িতে অনুষ্ঠিত হবে। এফবিসিসিআইয়ের ১৪০ সদস্যের প্রতিনিধিদল এ অনুষ্ঠানে  অংশ নিবে।
অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বিবিআইএনভুক্ত দেশগুলোতে ম্যানুফ্যাকচারিং শিল্পের ওপর প্রবন্ধ উপস্থাপন করবেন।

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
এসই/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।