শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উপকেন্দ্রে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার (২৭ মে) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘বি’ ও ‘সি’তে এ পরীক্ষা শুরু হয়।
এ বিষয়ে শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম বলেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনে পরীক্ষা শুরু হয়েছে। এতে আমাদের কেন্দ্রে ৯৪৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
ভর্তি কমিটির তথ্য মতে, এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিন ইউনিটে সারাদেশে অংশ নেবে ৩ লাখ ২ হাজার ২৩১ জন। এর মধ্যে ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৬ হাজার ৪৩৪ জন, ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ৩৯ হাজার ৮৬৪ জন ও ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছে।
এদিকে গত শনিবার (২০ মে) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশব্যাপী ৯৮ শতাংশ শিক্ষার্থী অংশ নেয়। এরপর মঙ্গলবার (২৩ মে) ফলাফল প্রকাশিত হয়, এতে পাসের হার ছিল ৫৬.৩২ শতাংশ। এছাড়া আগামী শনিবার (৩ জুন) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মে ২৭, ২০২৩
আরবি