ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি থেকে শুরুর প্রস্তাব, চূড়ান্ত বিকেলে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
ঢাবির ভর্তি পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি থেকে শুরুর প্রস্তাব, চূড়ান্ত বিকেলে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি শুরু হতে পারে। এ বছরও আগের মানবন্টন ও আসন সংখ্যায় ভর্তির কার্যক্রম সম্পন্ন হবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক ড. মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রস্তাবিত তারিখ থেকে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। তবে হলেও সময়টি আশপাশেই থাকবে। মূলত সব ইউনিটের পরীক্ষা রমজান মাসের আগেই শেষ করার পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয়ের। এতে ঈদের পরপরই ফলাফল দেওয়া সম্ভব হবে।

মোস্তাফিজুর রহমান বলেন, এ বছর নম্বর ও আসন সংখ্যায় বড় কোনো পরিবর্তন নেই। বিকেলে মিটিংয়ে নতুন কোনো প্রস্তাব না আসলে বিষয়গুলো একই রকম থাকবে। সব বিষয়গুলো খসড়া করা হয়েছে। আলোচনা করে চূড়ান্ত করা হবে।

ভর্তি পরীক্ষা অফিস সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি খ ইউনিট দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এছাড়া ২৪ ফেব্রুয়ারি ক ইউনিট, ১ মার্চ গ ইউনিট ও ২ মার্চ চ ইউনিট তথা চারুকলা অনুষদের ভর্তি দিন নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।